সাদ্দাম হোসেন, স্টাফ রিপোর্টার :
জামালপুরের ইসলামপুরে গত ২৪ ঘন্টায়
১৭ জনসহ জেলায় ৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছে।
গত বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের শরীরে করোনা শনাক্ত হয়। জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: মাহফুজুর রহমান জানান, বুধবার ময়মনসিংহ পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় জামালপুর জেলায় নতুন করে ৫৭ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে। তাদের মধ্যে রয়েছেন জাতীয় সংসদ সদস্য, ১৩৯, জামালপুর-২(ইসলামপুর) আসনের এমপি আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলাল, বাংলাদেশ আওয়ামীলীগ, ইসলামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না ও আওয়ামীলীগের নেতাসহ উপজেলায় ১৭ জন। অন্যান্য আক্রান্তদের মধ্যে জামালপুর সদরে ৮ জন, মেলান্দহে ১ জন, বকশীগঞ্জে ১৮, দেওয়ানগঞ্জে ৩, মাদারগঞ্জে ২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০৭ জন। জামালপুরে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ০৪ জন এবং সুস্থ হয়েছেন ১২৯ জন ।
আপডেট খবর প্রকাশের জন্য ধন্যবাদ, শিহাব